শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

সালমান কী পারবেন নিজেকে ছাড়িয়ে যেতে?

রিপোর্টারের নাম / ১ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

পর্দায় আসছেন সালমান খান। সিনেমার নাম ‘সিকান্দার’। ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। কিন্তু সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে এরইমধ্যে বিতর্কের জন্ম হয়েছে। নির্মাতারা দুটি টিজার প্রকাশ করেছেন, যার মধ্যে একটি বলিউডের ইতিহাসে সর্বাধিক দেখা। তবে তারা এখনও এআর মুরুগাদোসের পরিচালনায় নির্মিত এ সিনেমার আনুষ্ঠানিক মুক্তির তারিখ নিশ্চিত করতে পারেননি।

Advertisement

যদিও প্রাথমিক মুক্তির তারিখ ৩০  মার্চ আন্তর্জাতিকভাবে অগ্রিম বুকিং শুরু হয়েছে। অর্থাৎ ঈদে আসছেন সালমান। বরাবরই এ সময়টা সিনেমা মুক্তির জন্য বেছে নেন বলিউডের এ অভিনেতা। প্রশ্ন হচ্ছে সালমান কী সিকান্দার দিয়ে নিজেকে ছাড়িয়ে যেতে পারবেন? কারণ, বলিউডে বিগ কাস্টিংয়ের সিনেমার ওপেনিং নিয়ে একটা অঘোষিত প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এর  আগে সালমানের ‘টাইগার-৩’ ঈদেই মুক্তি পেয়েছিল। কিন্তু ওপেনিংয়ে আশানুরূপ সাফল্য পায়নি। এটি সপ্তাহান্তে দর্শকদের আকর্ষণ করতে পারেনি। এর কারণ হিসাবে সমালোচকরা বলেছিলেন দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার জন্য বিষয়বস্তু যথেষ্ট শক্তিশালী ছিল না।

২০২৩ সালের এই অ্যাকশন থ্রিলারটি ৪৪.৫০ কোটি আয়ের ওপেনিং দিয়েছিল। স্বভাবতই আরও একটি ঈদে সালমানের দিকেই তাকিয়ে ভক্তরা, ইন্ডাস্ট্রিও। এটি সালমান খান বনাম সালমান খান হতে চলেছে। কারণ তার প্রথম লক্ষ্য হবে, ‘টাইগার ৩’র প্রথম দিনের কালেকশনকে ছাড়িয়ে যাওয়া। এটি ছিল কোভিড-পরবর্তী যুগে বলিউডের পঞ্চম সর্বোচ্চ ওপেনার। এখন ‘সিকান্দার’ শীর্ষ ৫’র অন্যান্য বিগ-হিটদের ছাড়িয়ে যেতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

কোভিড মহামারী-পরবর্তী যুগে সর্বোচ্চ বলিউড ওপেনারদের এক নাম্বারে অবস্থান করছেন শাহরুখ। তার অভিনীত ‘জওয়ান’র ওপেনিং আয় ছিল ৭৫ কোটি ভারতীয় রুপি। ‘পাঠান’ (৫৭ কোটি রুপি) নিয়ে দ্বিতীয় অবস্থানেও রয়েছেন শাহরুখ। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ‘স্ত্রী-২’ (৬৪.৮০ কোটি রুপি), চতুর্থ রণবীরের ‘অ্যানিম্যাল’ (৬৩.৮০ কোটি রুপি), পঞ্চম স্থানে রয়েছে সালমানের ‘টাইগার-৩’ (৪৪.৫০ কোটি), ষষ্ঠ অজয়ের ‘সিংহাম এগেইন’ (৪৩.৭০ কোটি), সপ্তম সানি দেওলের ‘গদর-২’ (৪০.১০ কোটি), অষ্টম ‘আদিপুরুষ (হিন্দি ভার্সন ৩৭.২৫ রুপি), নবম ‘ব্রহ্মাস্ত্র’ (৩৭ কোটি), দশম স্থানে রয়েছে ‘ভুল ভুলাইয়া-৩’ (৩৬.৬০ কোটি)।

ভারতে রবিবার সাপ্তাহিক ছুটি। এটিই সাধারণত উদ্বোধনী সপ্তাহের সবচেয়ে বড় দিন। বিশ্লেষকদের ধারনা, যদি এ দিনেই ‘সিকান্দার’ মুক্তি পায়, তাহলে এটি ৪৫ কোটিরও বেশি আয় করবে এবং ‘টাইগার ৩’-কে শীর্ষ ৫-এর তালিকা থেকে মুক্তি দেবে। তবে, সিনেমার ট্রেলারটি কেমন সাড়া পাবে তা কেবল সময়ই বলে দেবে।

‘টাইগার’-এর তিনি কিস্তিতে ক্যাটরিনাকে সঙ্গে নিলেও এবার সালমান কাছে টেনেছেন রাশমিকা মান্দানাকে। দর্শকও অবশ্য আগ্রহ দেখিয়েছেন এ জুটির প্রতি। বাকিটা সময়ের অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *