শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
বিশিষ্ট ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী আল্লাহু আকবার ধ্বনির মহত্ত্ব বর্ণনায় বলেছেন, আপনারা দেখেছেন ভারতে কিছু সন্ত্রাসী ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছিল মুসলিম নারী-মুসকানকে লক্ষ্য করে। তখন মুসকানের আল্লাহু আকবার ধ্বনিতে সারা বিশ্ব প্রকম্পিত হয়েছিল। রাসূল (সা.) যখন গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন তখন তিনি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি, আমার উম্মতকে বাঁচাও জিকির করছিলেন তখন জিবরাইল (আ.) আল্লাহর বাণী রাসূলকে (সা.) শুনিয়ে দিলেন- হে রাসূল মহান আল্লাহ আপনাকে শিগগিরই এত পরিমাণ নিয়ামত দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন।