শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
সলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, দেশের মানুষ এখন বিএনপি-আওয়ামী লীগের বাইরে বিকল্প কোনো রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। ইসলামি দলগুলোর ঐক্যই হবে সেই বিকল্প রাজনৈতিক শক্তি। ইসলাম, মানবতা ও দেশ-এ তিন তত্ত্বের ভিত্তিতে আমরা সেই ঐক্যের প্রত্যাশায় রয়েছি। আমাদের ভেতরে আলোচনাও চলছে। ইনশাআল্লাহ, খুব শিগ্গিরই আপনারা সুখবর পাবেন। যুগান্তরকে রোববার এসব কথা বলেন চরমোনাই পিরের দল হিসাবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শীর্ষ নেতা। দেশের বর্তমান পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং আগস্ট বিপ্লব-পরবর্তী নানা বিষয় নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন বরিশাল ব্যুরোপ্রধান আকতার ফারুক শাহিন।