শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
শিগগিরই শেষ হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ বিষয়ে আগামী সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসতে যাচ্ছেন ওয়াশিংটন-কিয়েভের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুটি পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন।
ধারণা করা হচ্ছে, এই বৈঠকের মধ্য দিয়ে ২০২২ সাল (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া বহুল আলোচিত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে। স্বস্তি ফিরবে ইউরোপে। শান্তির পায়রা উড়বে রুশ-ইউক্রেনের আকাশে। ফ্রান্স ২৪, আরব নিউজ, বিবিসি, সিএনএন, রয়টার্স।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন তিনি আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে দেখা করে শান্তিচুক্তির কাঠামো তৈরি করবেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের উদ্দেশে উইটকফ বলেন, ‘আমি মনে করি, একটি শান্তিচুক্তি এবং প্রাথমিক যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরি করা আলোচনার প্রাথমিক বিষয় হবে।’