শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

তারাবির প্রথম দুই রাকাত না পেলে করণীয় কী?

রিপোর্টারের নাম / ২ টাইম ভিউ
আপডেট সময়: শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

প্রশ্ন: তারারির প্রথম দুই রাকাত যদি ইমামের পেছনে পড়তে না পারি, তাহলে বাকি রাকাতগুলোতে কি ইমামের অনুসরণ করা যাবে?

উত্তর: যদি কোনো ব্যক্তি তারাবির প্রথম দুই রাকাত ইমামের পেছনে পড়তে না পারে, তাহলে তিনি প্রথমে এশার ফরজ ও সুন্নাত আদায় করবেন।এরপর ইমামের পেছনে তারারি অবশিষ্ট রাকাত আদায় করবে।তারাবি ও বিতরের পর আলাদাভাবে দুই রাকাত তারাবির নামাজ পড়ে নিতে হবে।

রমজান মাসে অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাতুত তারাবি। এটি সুন্নাতে মুআক্কাদাহ, যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনসহ সাহাবায়ে কেরাম, তাবেয়ি ও সালাফে সালেহীন পালন করেছেন।

সালাতুত তারাবির ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের কিয়াম (তারাবি) আদায় করবে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।(সহিহ বুখারি, হাদিস: ৩৭)।

তারাবির নামাজ পড়ার নিয়ম:

এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়। আর এ নামাজকেই ‘তারাবির নামাজ’ বলা হয়।

তারাবির নামাজ কিভাবে পড়বেন:

দুই রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। আবার দুই রাকাত নামাজ পড়া। এভাবে ৪ রাকাত আদায় করার পর একটু বিশ্রাম নেয়া।

বিশ্রামের সময় তাসবিহ তাহলিল পড়া, দোয়া-দরূদ ও জিকির আজকার করা। তারপর আবার দুই দুই রাকাত করে আলাদা আলাদা নিয়তে তারাবি আদায় করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *