শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সেনাপ্রধান। মঙ্গলবার ‘জাতীয় শহিদ সেনা দিবস’ উপলক্ষ্যে মহাখালীর রাওয়া ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান সব পক্ষকে সতর্ক করে বলেছেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা-সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখতে হলে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। ২০০৯ সালে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তর ‘পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদতবরণকারী শহিদ অফিসারদের স্মরণে’ এ আলোচনা সভায় তিনি দিবসটিকে বেদনাবিধুর উল্লেখ করে বলেন, এদিন শুধু ৫৭ জন চৌকশ সেনা অফিসারই নয়, তাদের কিছু কিছু পরিবারের সদস্যকেও আমরা হারিয়েছি। এসব বর্বরতার একজন চাক্ষুষ সাক্ষী উল্লেখ করে তিনি বলেছেন, এই বর্বরতার সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংঘটিত। কাজেই এ বিষয়ে মনগড়া কোনো বক্তব্য সেই বিচারিক প্রক্রিয়াকে ব্যাহত করবে। এই বিচারিক প্রক্রিয়া যাতে নষ্ট না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।