শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে-এমনটি ধরেই নির্বাচনি প্রস্তুতি শুরু করছে বিএনপি। মাঠে নেমেছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা। রাজধানীসহ সারা দেশে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ড অব্যহত রেখেছেন। দলীয় শৃঙ্খলা মেনে কে কার চেয়ে বেশি সাংগঠনিক তৎপরতা চালাবেন-তা নিয়ে চলছে রীতিমতো প্রতিযোগিতা। রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। নিচ্ছেন নির্বাচনি প্রস্তুতিও। নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে ইফতার মাহফিল ও উঠান বৈঠকের মধ্য দিয়ে আস্থা অর্জনের চেষ্টা করছেন। বিভিন্ন অনুষ্ঠানে সম্পৃক্ত হয়ে আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার আভাসও দিচ্ছেন কেউ কেউ। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য।